May 18, 2024
Political

Nandigram against Suvendu Adhikari : "চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা" স্লোগান শুনে নন্দীগ্রামে ক্ষেপলেন শুভেন্দু

post-img

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

ক্রমশ উত্তপ্ত হচ্ছে তমলুকের রাজনৈতিক পরিস্থিতি। এবার শুভেন্দু অধিকারীকে দেখে 'চোর' বলে স্লোগান দেওয়া হল। এর আগে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে চোর বলে স্থানীয় বিজেপি কর্মীরা একাধিক বার আক্রমণ করেছিল। এবার শুভেন্দু অধিকারীকে পালটা 'চোর' স্লোগান শুনতে হল।

শনিবার রাতে নন্দীগ্রামের দক্ষিণ কেন্দেমারি এলাকায় এই ঘটনা দেখতে পাওয়া যায়। শুভেন্দু অধিকারী এলাকার একটি মনসা পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে তাঁকে ওই স্লোগান শুনতে হয় বলে অভিযোগ।

দক্ষিণ কেন্দেমারি এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল রাস্তার দুপাশে পুলিশের নিরাপত্তাও ছিল। তারপরেও কনভয় লক্ষ করে চোর স্লোগান ধেয়ে আসে। পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। ওই জায়গা নন্দীগ্রাম এলাকার মধ্যে পড়ে। আর ওই এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী নিজেই। সেই কারণে আরও বেশি করে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে।

একাধিক বার 'চোর' স্লোগান তোলা হয়েছে কনভয় উদ্দেশ্য করে। কালীর বাজার পেরিয়ে শুভানিচক বাসন্তী বাজারে এই ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা চোর স্লোগান দিতে থাকে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ।

শুভেন্দু অধিকারী বলেন, "এখানে আসা আমার শুরু হল। কেন্দেমারি অঞ্চলটা নন্দীগ্রাম বিধানসভার বাইরে নয়। আমি এখানকারও এমএল‌এ। আমি দেখছিলাম কত বাড় এদের বাড়ে। পুলিশকে সামনে দাঁড় করিয়ে পিছনে পাঁচটা লোক হু হা করবে। আর শুভেন্দু অধিকারী ভয়ে পালিয়ে যাবে? ওসব হবে না। পুলিশ ডেকে নিয়ে এসেছে ওদের। গুন্ডা আর চোরেদের এখান থেকে খতম করব। "

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now