May 18, 2024
Political

Gujarat Model Drug Hub : ভারতের মাদক রাজধানী মোদির গুজরাত, গুজরাট জুড়ে বেলাগাম মাদক তৈরীর কারখানা, আটক ৩০০ কোটির মাদক

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

মোদির গুজরাত মডেল। ভোটের ভরা মরসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রাজ্য গুজরাট ও বিজেপি শাসিত রাজস্থান থেকে অবৈধ ড্রাগস চক্র ফাঁস করল ন্যারকোটিস কন্ট্রোল ব্য়ুরো (NCB)। গুজরাট ও রাজস্থান থেকে ৩০০ কোটি টাকার ড্রাগস, মাদক ও ওই জাতীয় নেশার জিনিস বাজেয়াপ্ত করল এনসিবি।

এই অবৈধ ড্রাগস চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অপরাধে অন্তত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে এই চক্রের মূল পান্ডা এখনও অধরা। অপরাশেন প্রয়োগশালা নাম দিয়ে এদিন গুজরাটের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এই অভিযান চালিয়ে বড় সাফল্য পায়।

https://x.com/DDNewslive/status/1784252144373076244?t=1c0Fz5_4xYowWMKrVr2TVw&s=08

রাজস্থান (Rajasthan) ও গুজরাট থেকে উদ্ধার হল 'মিঁয়াও মিঁয়াও' মাদক। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৭ অভিযুক্তকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গুজরাটের পাশাপাশি রাজস্থানেও চালানো হয় তল্লাশি। তিনটি ল্যাবরেটরিতে পাওয়া যায় মেফেড্রন। যার পরিচিত নাম ‘মিঁয়াও মিঁয়াও’। শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবারও নানা জায়গায় তল্লাশি চালানো হয়েছে।

মোট ১৪৯ কেজি মেফেড্রন (গুঁড়ো ও তরল দুই আকারে) ছাড়াও ৫০ কেডি এফেড্রিন ও ২০০ লিটার অ্যাসিটোনও উদ্ধার করা হয়েছে তিনটি ল্যাবরেটরি থেকে। গুজরাটের (Gujarat) আমরেলিতে এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই রাসায়নিকগুলো কোথা থেকে এসেছে। কীভাবেই বা তা ছড়িয়ে পড়ত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কোনও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত কিনা তা নিয়েও তদন্ত হচ্ছে। পাশাপাশি এনসিবির তরফে এও জানানো হয়েছে, চক্রের মাথা কে সেসম্পর্কেও খোঁজ মিলেছে। শিগগিরি তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও দাবি সংস্থার।

NCB busts #drug manufacturing labs in Gujarat, Rajasthan; contrabands worth Rs 300 crore seized

The Narcotics Control Bureau, in a joint operation titled ‘Operation Prayogshala’ with the Gujarat Anti-Terrorist Squad (ATS) busted three clandestine drug manufacturing labs in #Gujarat and #Rajasthan and seized drugs worth approximately Rs 300 crore.

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now