May 18, 2024
Political

Agitation against Rekha Patra : গাছের ডাল নিয়ে রেখা পাত্রকে তাড়া করলেন সন্দেশখালির আন্দোলনকারী মহিলারা, ‘‌বিজেপি হটাও’‌ স্লোগান উঠল

post-img

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবার বিক্ষোভের মুখে পড়লেন। খড়িডাঙা এলাকায় আজ, মঙ্গলবার নির্বাচনী প্রচার করতে রেখা পাত্র পৌঁছতেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা।

গ্রামের মহিলাদের কাছে গিয়ে রেখা পাত্র ভোট চাইতেই তুমুল বচসা শুরু হয়েছে। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ স্লোগান তোলেন গ্রামের মহিলারা। একইসঙ্গে গাছের ডাল নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তাড়া করেন মহিলারা বলে অভিযোগ।

বিজেপির দাবি, রেখা পাত্রের উপর হামলা করা হয়েছে। লাঠির আঘাত লেগেছে রেখা পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের। খড়িডাঙা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান রেখা পাত্র। আজই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ। খড়িডাঙা এলাকায় রেখা পৌঁছতেই ছড়িয়ে পড়ে উত্তজনা।

গ্রামের মহিলাদের কাছে রেখা ভোট চাইতে গেলেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। বসিরহাটের প্রার্থীকে দেখে 'বিজেপি হটাও' স্লোগান তোলেন মহিলারা। গাছের ডাল নিয়েও বিজেপি প্রার্থীকে তাড়া করা হয়।

গেরুয়া শিবিরের দাবি, হরিডাঙা গ্রামের প্রধান সমীর বাছার ও তাঁর ভাই মৃণাল বাছার ও সিভিক ভলান্টিয়ার বাবলু বাছার রেখা পাত্রর উপর হামলা চালায়।

লাঠির আঘাত রেখা ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের উপর লাগে বলেও দাবি করা হয়েছে।

কী নিয়ে গণ্ডগোল?

ঝামেলার সূত্রপাত সোমবার। এলাকায় বিজেপি-র দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছয়। বিজেপি-র অভিযোগ, রেখা পাত্রর নামে যে দেওয়াল লিখন ছিল তাতে বিজেপি কালী ঢেলে নষ্ট করে দেয়।

পরবর্তীতে তৃণমূল-বিজেপি-র মধ্যে ঝামেলা বাধে। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরবর্তীতে আহত বিজেপি কর্মীদের দেখতে যান রেখা। ভোটের প্রচারেও আসেন তিনি। এরপরই গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখ পড়তে হয় তাঁকে।

গাছের ডাল নিয়ে তাড়া করা হয়। মহিলারা উদ্যত হন মারতেও।

এক গ্রামবাসী অভিযোগ করে বলেন, “উনি গ্রামের মানুষকে ঠকিয়েছেন। সেই কারণেই ক্ষোভ উগরে দিয়েছে।”

অপরদিকে, অর্চনা মজুমদার বলেন, “ওরা কোনও গ্রামবাসী নয়। এরা তৃণমূলের লোক। আমাদের কর্মীকে মেরেছে। তিনি হাসপাতালে লড়াই করছেন। আজ ওকে দেখতে যাওয়ার কথা ছিল রেখার। ও পৌঁছতেই ওকে ঘিরে ধরে বিক্ষোভ। বুঝে গিয়েছে রেখা জিতে যাচ্ছে। সেই জন্য ভয় পেয়েছে।”

অপরদিকে, বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, “মানুষ আমার সঙ্গে আছে। প্রণাম জানিয়েছে।”

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now