May 19, 2024
Bangla News

Kanthi Murder : ফিল্মি কায়দায় ছোট ভাইকে খুনের পরে, পুকুর পা্ড়ে মাটির নিচে পুঁতে রেখে মৃতদেহ লোপাটের চেষ্টা দাদা ও বৌদির

ফিল্মি কায়দায় ছোট ভাইকে খুনের পরে, পুকুর পা্ড়ে মাটির নিচে পুঁতে রেখে মৃতদেহ লোপাটের চেষ্টা দাদা ও বৌদির। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামে, এই ঘটনা সামনে আসতেই চক্ষুচড়কগাছ এলাকার মানুষজনের।


 গত দশ দিন ধরে নিখোঁজ ছিল রতনপুর গ্রামের বাসিন্দা মিঠুন সাঁতরা। কর্মসূত্রে বাইরে থেকে আসার পর প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করলে, মিঠুন সাঁতরার দাদা নারায়ণ সাঁতরা ও বৌদি সোমা সাঁতরা প্রতিবেশীদের জানায় সে বাইরে কাজে চলে গেছে।


প্রতিবেশীদের সন্দেহ হওয়ার পর তারা খোঁজখবর নিতে শুরু করে। গত সোমবার  বিকেলে প্রতিবেশীরা জানতে পারে, একজন ব্রাহ্মণ এর কাছে শ্রাদ্ধ শান্তি দেওয়ার জন্য, নারায়ণ সাঁতরা কথাবার্তা বলেছে। এরপর মঙ্গলবার সকালে প্রতিবেশী ও গ্রামবাসীরা নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরা কে ঘিরে ধরে চাপ দিলে ও পুলিশের ভয় দেখালে। ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে, নারায়ণ সাঁতরা। তবে খুনের কথা জানতো না সোমা সাঁতরা এমনটাই জানিয়েছেন তিনি।


 গ্রামবাসীরা খবর দিলে রতনপুরে উপস্থিত হয়ে কাঁথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, ওই মৃতদেহ উদ্ধার হবে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত নারায়ণ সাঁতরা ও সোমা সাঁতরা কে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ- সোমা সাঁতরা এলাকার বিজেপি কর্মী, বিজেপি কর্মীর এ হেন ঘটনায় তারা নিন্দা ও তীব্র ধিক্কার জানিয়েছেন। তবে বিজেপির গ্রাম সদস্য সরোজ কুমার প্রধান জানান- সোমা সাঁতরা বিজেপির কোন নেতৃত্ব ছিল কিনা আমার জানা নেই।

  তবে গ্রামবাসীদের অভিযোগ, বিগত দিনে ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে, মিঠুন নের  মাথা ফাটিয়ে দেয়েছিল তার দাদা ও বৌদি। আর আজকে ভাইকে এভাবে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now