May 18, 2024
Political

Gold Snacthers in Amit Shah Rally : অমিত শাহর সভা থেকে কয়েকজনের গলা থেকে সোনার হার ছিনতাই

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভা থেকে কয়েকজনের গলা থেকে সোনার হার ছিনতাই হয়ে যায়। জানা যায়, এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা শেষ হতেই কয়েকজন মহিলাকে কাঁদতে দেখা যায়। তার সাথে হাউ তাস করতে দেখা যায়।

কিছুক্ষণের মধ্যে জানা যায় ওই মহিলাদের গলায় থাকা সোনার চেন ছিনতাই হয়ে গেছে। জানা যায়, তিন জন মহিলার হার ছিনতাই হয়েছে। এলাকার মানুষজন জানান, বেশ কয়েক জনের হার ছিনতাই হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় তিন জন মহিলার গলার হার ছিনতাই হয়েছে।

যারা হার ছিনতাই হয়েছে এইরকম একজন গৃহবধূ ঝুমা চৌধুরী। তাঁর বাড়ি মেমারি থানার বিষ্ণুপুর এলাকায়। তিনি জানান, “আমি অমিত শাহের সভার ব্যারিকেডের বাইরে ছিলাম। হঠাৎ গলায় হাত দিতেই দেখি গলার সোনার চেনটা নেই।“

এদিন কুড়ি মিনিটের বক্তব্যের মধ্যে একাধিক ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শাহ। তিনি বলেন, ‘‘অযোধ্যায় রামমন্দির করেছে বিজেপি সরকার। ৭০ বছর ধরে এই রামমন্দির ইস্যু ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস, তৃণমূল, কমিউনিস্টরা। মোদী সরকার ক্ষমতায় এসেই রামমন্দির করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে মমতাদি এবং ভাইপোকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা যাননি।’’

তার পরই সিএএ ইস্যুতে তিনি জানান, বাংলায় সিএএ কার্যকর হবেই। লোকসভা নির্বাচনে বধর্মান পূর্ব থেকে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সমর্থনেই মেমারি বিধানসভা এলাকার রসুলপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now