May 18, 2024
Headlines

220 Crores Investment in Singur : টাটাদের ফ্লপ ন্যানো প্রকল্প নয়, সিঙ্গুরে ২২০ কোটি টাকা বিনিয়োগে হবে নতুন কারখানা, হবে বিপুল কর্মসংস্থান

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন সিঙ্গুর।

২০০৬ সালে হুগলির সিঙ্গুরের যে জমি আন্দোলন বাংলার রাজনীতিকে আমূল বদলে দিয়েছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মাঝে এসে আরো একবার ফিরে এলো সেই সিঙ্গুরের নাম। 

২০০৬ সালে মমতার নেতৃত্বে বাংলার কৃষকরা টাটা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করেছিল উর্বর কৃষি জমি কেড়ে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে। 

গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটাকে ডেকে নিয়ে গিয়েছিলেন গুজরাতের সানন্দে ন্যানো গাড়ি কারখানা তৈরির জন্য। 

LTIMindtree Kolkata Campus : শুধুমাত্র ঘোষণা নয় নিউটাউনে চালু হতে চলেছে এলটিআই মাইন্ডট্রি ক্যাম্পাস, প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ২৫০০০ তথ্যপ্রযুক্তি কর্মীর #ltimindtree #lti #mindtree #kolkata #kolkatahiringe-employment-opportunities-for-25000-people

কিন্তু ইতিহাস বলে গুজরাতের সানন্দে ন্যানো গাড়ির সেই প্রকল্প চূড়ান্ত ব্যর্থতার মুখে পড়ে ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছিল।

তবে বাংলার রাজনীতি থেকে কিন্তু সিঙ্গুর বিদায় নেয় নি। ভোট এলেই বারে বারে ফিরে আসে সিঙ্গুরের নাম। 

এবারেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্যেই সিঙ্গুর আরো একবার আসা জাগালো হুগলির মানুষের মনে। 

হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড নামে কলকাতার একটি সংস্থা এবারে হুগলিতেই কার্বন ব্ল্যাক কারখানা তৈরির জন্য বিপুল অঙ্কের বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। 

Mahindra Logistics Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ মাহিন্দ্রা লজিস্টিকসের, মালদহে নতুন লজিস্টিকস সেন্টার তৈরি করছে মাহিন্দ্রা লজিস্টিকস, কর্মসংস্থান হবে ৭৫০ জনের #mahindra #mahindralogistics-sqft-fulfilment-centre-in-West-Bengal,-to-generate-750-jobs

জানা গিয়েছে হুগলির সিঙ্গুরে প্রায় দুশো কুড়ি কোটি টাকা প্রাথমিকভাবে বিনিয়োগ করতে চলেছে Himadri Speciality Chemical Ltd. ।

Kolkata-based specialty chemicals major, is set to expand its specialty carbon black capacity in a brownfield expansion project at Singur, Hooghly, with an estimated investment of ₹220 crores. 

The expansion is envisaged to meet the increasing demand from Europe amid an impending ban on Russian carbon black imports into the EU.

গোটা বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ ের দেশগুলি যেভাবে রাশিয়া থেকে কার্বন ব্লাক আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তার ফলে আন্তর্জাতিক বাজারে কার্বন ব্ল্যাক এর বিপুল চাহিদা তৈরি হয়েছে। 

এই চাহিদা এবং যোগানের মধ্যে তফাৎ ঘোচাতেই সিঙ্গুরে নতুন কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। 

500 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, ৫০০ কোটি টাকা বিনিয়োগে কলকাতা সহ বাংলা জুড়ে পাঁচতারা হোটেল বানাচ্ছে জৈন গ্রুপ #sarovarhotel #jaingroup #realestate #kolkatasaradin #breakingnews ties-up-with-Sarovar-Hotels

বর্তমানে সংস্থার কারখানা থেকে তৈরি হয় এক লক্ষ আশি হাজার টন কার্বন ব্লাক। 

নতুন বিনিয়োগের ফলে আরো প্রায় ৭০ হাজার টন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ সামগ্রিকভাবে এখান থেকে উৎপন্ন হবে প্রায় 2 লক্ষ 50 হাজার টন কার্বন ব্ল্যাক। 

35000 Crores Investment in Bengal : বাংলায় ৩৫০০০ কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানা বানাবে সেইল, সঙ্গে প্রায় ৫০০০ কর্মসংস্থান SAIL #sail #isco #westbengal

আন্তর্জাতিক মানের এই বিপুল পরিমাণ কার্বন ব্ল্যাক একটি জায়গা থেকে বা একটি কারখানা থেকে উৎপন্ন হওয়া রীতিমত নজির তৈরি করবে গোটা বিশ্বের মধ্যে। 

সংস্থা সূত্রে জানা গিয়েছে আগামী দেড় বছরের মধ্যে বাড়তি ৭০ হাজার টন কার্বন ব্ল্যাক উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে।

2000 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, বাংলায় ২০০০ কোটি টাকা বিনিয়োগ এর সিদ্ধান্ত সুইডিশ সংস্থা IKEA -র, হবে ৪০০০ নতুন কর্মসংস্থানrores-in-West-Bengal

This additional capacity of 70,000 tonnes per annum will increase the company's specialty carbon black capacity to 1.3 lakh tonnes per annum, enhancing the cumulative capacity to 2.5 lakh tonnes from the current 1.8 lakh tonnes.

Upon completion, the expansion will make it the world's largest specialty carbon black capacity at a single site.

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now