May 18, 2024
Headlines

School Jobs Recruitment : কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে অশিক্ষক কর্মী নিয়োগ, আবেদন করতে পারেন

post-img

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় সমিতিতে অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। ১৩৭৭ টি শূন্যপদে হবে এই নিয়োগ। এই সমস্ত পদে নিয়োগের (NVS Recruitment) বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছিল ৩০ এপ্রিল ২০২৪। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিগত কয়েকদিন ধরে রেক্রুটমেন্ট পোর্টালে আবেদন করা যাচ্ছিল না, তাই এবার এই সমস্ত পদে আবেদনের সময়সীমা বাড়াল নবোদয় বিদ্যালয় সমিতি।

৩০ এপ্রিল থেকে সময়সীমা বেড়ে হল আগামী ৭ মে পর্যন্ত। এর মধ্যেই অশিক্ষক পদে নিয়োগের (NVS Recruitment) জন্য আবেদন করে ফেলতে হবে আগ্রহী প্রার্থীকে। ফলে এখনও সময় আছে, আগ্রহী প্রার্থীরা আরও একবার দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ, কীভাবেই বা আবেদন করবেন এবং কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে।

শূন্যপদ

নবোদয় বিদ্যালয় সমিতিতে মোট চারটি পদে ১৩৭৭ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে মহিলা স্টাফ নার্স, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, মেস হেল্পার এবং মাল্টি টাস্কিং স্টাফ। এছাড়াও আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (গ্রুপ বি), অডিট অফিসার (গ্রুপ বি), জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব আটেনড্যান্ট ইত্যাদি পদে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে

নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে প্রতিটি পদের (NVS Recruitment) জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা বিস্তারিত বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। মহিলা স্টাফ নার্স পদে নিয়োগের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হতে হবে প্রার্থীকে, নার্সিং নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

এই সমস্ত পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩৫ বছর। তবে কিছুক্ষেত্রে কোনও কোনও পদের জন্য এই বয়সে ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

আবেদনের ফি

নবোদয় বিদ্যালয়ে অশিক্ষক কর্মী পদে নিয়োগের (NVS Recruitment) জন্য আবেদনের ফি হিসেবে মহিলা স্টাফ নার্স সহ অন্যান্য পদের জন্য মোট ১৫০০ টাকা জমা দিতে হবে।

আর মহিলা স্টাফ নার্স পদ বাদে অন্য পদের জন্য আবেদনের ক্ষেত্রে শুধু ১০০০ টাকা দিতে হবে। SC/ST/PwD প্রার্থীদের জন্য শুধুমাত্র ৫০০ টাকা প্রসেসিং ফি লাগবে, কোনও আলাদা ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন

প্রথমেই প্রার্থীদের যেতে হবে নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in-তে।

তারপর সেখানে নন টিচিং পোস্ট ট্যাবে ক্লিক করতে হবে।

NTA পোর্টালে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে।

ফর্ম পূরণ করে, সমস্ত নথি আপলোড করে আবেদনের ফি জমা করতে হবে।

এরপর এই আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে তাঁর একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now