May 18, 2024
Headlines

Bengal Governor Accused Molestation : রাজভবনের মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে , হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের

post-img

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বিজেপি সাংসদের পরে এবারে বিজেপি ঘনিষ্ঠ বাংলার রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা । যিনি আবার রাজভবনে কর্মরত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। মহিলার অভিযোগ, গত কয়েক দিন ধরে রাজ্যপাল তাঁকে নানা ইঙ্গিত করছিলেন। চেম্বারে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয় অভিযোগ করেন ওই মহিলা। বৃহস্পতিবারই রাতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে রাজভবনে থাকার কথা রয়েছে তাঁর। এরই মাঝে রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।


অভিযোগকারী মহিলা রাজভবনের পিস রুমে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। ওই মহিলার অভিযোগ, তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল। তাঁকে 'বিউটিফুল' বলে সম্বোধনও করেছেন।

সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ হঠাৎ রাজভবনের ওসি'র ঘরে হাজির হন ওই মহিলা। তারপরই শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সব মহলে। হেয়ার স্ট্রিট থানার পুলিশ যায় রাজভবনে। মহিলাকে থানায় এনে অভিযোগ দায়েরর পর্ব চলছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখছে গোটা বিষয়টি।

মহিলার অভিযোগ নিয়ে শোরগোল হতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ইতিমধ্যেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ''বাংলার রাজ্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় যাচ্ছেন। তাঁর রাজভবনে রাত্রিবাস করার কথা। তার মধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি আজ যখন রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। অভিযোগকারিণীকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।'' 


রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ''একটি মেয়ের শ্লীহতাহানি হয়েছে। এটা তো ক্ষমাযোগ্য নয়। এটার তো বিহিত হওয়া দরকার। এতে কোনও চেয়ার (পদ) অভিযুক্তকে রক্ষাকবচ দিতে পারে না। এ ভাবে সন্দেশখালির ঘটনা নিয়ে সবাই এত সরব ছিল। এখন সবাই কোথায়? আমরা তো কখনও বলিনি, সন্দেশখালিতে কিছু হয়নি। এখন যে অভিযোগ উঠেছে, তা নিয়েও মানুষের মুখ খোলা দরকার। এ সবের জন্য বাংলার বদনাম হচ্ছে। বাইরে থেকে এসে বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে।'' 

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now