Jun 02, 2024
Bangladesh

Bangladesh Teachers's Day : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস

post-img

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

আজ রবিবার ১৮ ফেব্রুয়ারি শহীদ ড. জোহা দিবস। ঊনসত্তরের গণঅভ্যুত্থান চলাকালে এই দিনে পাকিস্তানী সৈন্যদের গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শামসুজ্জোহা। তিনিই এদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবী। সেই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দিনটি মহান শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

দিবসটি পালন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, হল প্রশাসনসহ সর্বস্তরের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে যথাযোগ্য মর্যাদায দিবসটি পালন উপলক্ষে ডক্টর জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু।

এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু, উপ-উপাচার্য হুমায়ুন কবির। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, কর্মচারী সমিতি, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীর অংশ নেন।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি সারাদেশের মতো বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে মেইন গেট দিয়ে ক্যাম্পাসের বাইরে আসতে চাইলে বিক্ষোভে বাধা দেয় পাকিস্তানি সেনারা। তারা ছাত্রদের ওপর গুলি চালানোর প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর ড. শামসুজ্জোহা ছাত্রদের বাঁচাতে ছুটে যান। তিনি ছাত্রদের গেট থেকে সরিয়ে নিতে নিতে সেনাদের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার ছাত্রদের বুকে গুলি চালানোর আগে আমার বুকে গুলি করতে হবে।’ ছাত্রদের ক্যাম্পাসের ভেতরে নিয়ে ড. জোহাও প্রধান গেটের কাছে আসছিলেন।

এ সময় পাক সেনারা তার বুকে গুলি চালায়। গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন এই মহান শিক্ষক। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

শহীদ ড. শামসুজ্জোহার আত্মত্যাগের ৩৯ বছর পর ২০০৮ সালে রাষ্ট্র তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে এবং তার নামে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করে। তবে এর বেশি সম্মান আর দেওয়া হয়নি শহীদ ড. জোহাকে।

ড. জোহার শাহাদতের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিবসটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। প্রতিবছর এই দিনে তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট দিবসটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানালেও দীর্ঘ ৫৫ বছরেও মেলেনি সেই স্বীকৃতি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি যথাযথ জায়গায় বিষয়টি উপস্থাপনে নিজেদেরও ব্যর্থতা রয়েছে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা ১৯৩৪ সালের ১ মে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনে একটি স্কলারশিপ পান। ১৯৬৪ সালে তিনি লন্ডন থেকে ফিরে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগ দেন।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now