কলকাতা সারাদিন প্রতিবেদন। চতুর্থ বর্ষে পদার্পণ করল কৃয়ার্টিঙ সৌল সংগঠনের প্রর্দশনী ইলেক্সার। সংগঠন প্রধান রিচার্ড সুমন হালদারের আয়োজনে ছিল অশেষ নৈপুণ্য। প্রতি বছরের মতো এবছরেও আকর্ষণ ছিল সুপ্রতিষ্ঠিত ও নবাগত শিল্পীদের কাজ কে একই ছাদের তলায় পাওয়া।

প্রর্দশনী আয়োজিত হয় দক্ষিণ কলকাতার বিশিষ্ট আর্ট গ্যালারি, গ্যালারি গোল্ডে। নবাগত শিল্পীদের মধ্যে শোভন, অপরাজিতা, সিমনতীর কাজ প্রশংসনীয়। সন্দীপ চট্টপাধ্যায়ের রিয়ালিস্টিক রেখা ও ডটের কাজ দেখবার মত। রিয়ালিস্টিক সোরিয়ালিস্মে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মত অনুভূতি জাগায় সৌমিতা সাহার আঁকা ‘অ্যাবারন্ট ‘ ছবি। ছবিতে এক নীল নয়না রমনীর চাহনী আপনাকে সম্মহন করে নিয়ে যাবে এক অন্য জগতে। তার পর লক্ষ্ করলে বোঝা যাবে বাকি রেখার খেলায় আছে এক মহা জাগতিক অনুভূতি। এছাড়াও সৌমিতার আঁকা Perplexity ছবিটিও প্রশংসনীয়। সৌমিতা একজন আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি একজন অসামান্যা চিত্রকর, সৌমিতার আঁকা ছবি গত নভেম্বর মাসে পাড়ি দিয়েছে পোর্ট ল্যান্ডের আর্ট মিউজিয়াম অন্তর্ভুক্ত আর্টরীচ গ্যালারিতে। সৌমিতা সঙ্গীতের পাশাপাশি চিত্রকর হিসেবেও আন্তর্জাতিক স্তরে অতি প্রশংসিত।
সৌমিতা একজন স্হপতি। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার শুভঙ্কর সিংহের ছবিতে ফুটে ওঠে সমকালীন সমাজের বিভিন্ন স্তরের অম্লান প্রতিচ্ছবি। সত্যের ক্রুশবিদ্ধ হওয়ার গল্প বলে শুভঙ্করের CruSifaction of Truth। অন্য দিকে love beyond boundaries ছবিতে ফুটে ওঠে ইমোশন।অসামান্য শিল্পী চন্দন করের রেখায় জীবন্ত হয়ে উঠেছিল বেশ কিছু ছবি।ইলেক্সারে পেইন্টিং এর সাথে প্রর্দশিত হয়েছে আলোকচিত্র, আলোকচিত্রিদের মধ্যে অর্ণব মুখোপাধ্যায়ের কাজ প্রশংসনীয়।
Discussion about this post