কলকাতা সারাদিন প্রতিবেদন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে চিকিৎসা পরিষেবাতে পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করে চলেছে চাম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি।
দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রসেনজিৎ মিস্ত্রি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের জন্য এই উদ্যোগ গ্রহণ করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠনের সঙ্গে। এই স্বাস্থ্য মেলা সম্পর্কে প্রসেনজিৎ মিস্ত্রি বলেন, “জীব সেবাই শিব সেবা” এই স্লোগানকে মাথায় রেখে চাম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে প্রান্তিক মানুষের স্বার্থে। আমাদের বহু দিনের স্বপ্ন ছিল এলাকার প্রান্তিক মানুষের স্বার্থে সপ্তাহে এক দিন প্রতি রবিবার মেডিক্যাল ক্যাম্প এর ব্যবস্থা করা, সম্পূর্ন বিনামূল্যে।
আমাদের স্বপ্নপূরণে এগিয়ে এল সাথী সংগঠন মানবজ্যোত এবং আথা ফাউন্ডেশন। বহুদিনের স্বপ্ন পূরণের ধাপ হিসাবে শুরু হল পথ চলা।
সূচনাপর্বে আমরা কী কী দিতে পারলাম?
180জন মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা পরিষেবা
তাদেরকে বিনামূল্যে ঔষধ এবং নানা টেস্ট এর ব্যবস্থা।
রক্তদান শিবির যেখানে 41জন রক্তদান করলেন।
দেহদান এবং চক্ষুদান শিবির, যেখানে 6জন আজ অঙ্গীকারবদ্ধ হলেন।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তাদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন – ডঃ শুদ্ধসত্ব সেন, ডঃ অরুণ উদয় মণ্ডল, পদ্মশ্রী পুরস্কার প্রাপক,
সবার প্রিয় গায়ক এবং সংগঠনের সর্বক্ষণের লড়াইয়ের সঙ্গী সিধু অর্থাৎ সিদ্ধার্থ রায়, ডঃ অনির্বাণ দত্ত। বারুইপুর মহিলা থানার IC কাকলী ঘোষ কুন্ডু।
সমাজের সাধারন মানুষের পাশে দাঁড়ানোর শুভ সূচনার এই পূণ্য লগ্নে স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটি র প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবি রাখে।
Discussion about this post