Jul 27, 2024
Sports

Euro Cup 2024 : রোনাল্ডোর সঙ্গে ‘বুড়ো’ পেপেকে নিয়েই ইউরোয় পর্তুগাল

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) ইতিহাসে সর্বোচ্চ ১৪ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ পাঁচটি টুর্নামেন্ট ও সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ডও পর্তুগিজ কিংবদন্তির। জুনে জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোয় এই তিন রেকর্ডকে আরও উঁচুতে তোলার সুযোগ পাচ্ছেন রোনালদো। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে আজ পর্তুগালের ২৬ জনের ইউরো স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেজ।

পর্তুগালের হয়ে এবার ইউরোর বাছাইয়ে ১০ গোল করেছেন রোনালদো। আল নাসরের হয়ে এবার সৌদি প্রো লিগে ২৯ ম্যাচে ৩৩ গোল করেছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ৪৮ ম্যাচে ৪৮ গোল! পোর্তোর ৪১ বছর বয়সী কিংবদন্তি ডিফেন্ডার পেপেকেও স্কোয়াডে রেখেছেন মার্তিনেজ। এ মৌসুমে খেলা ৩৪ ম্যাচে বেশ ভালো করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। ২৬ মে পর্তুগাল কাপে পোর্তোর হয়ে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবেন পেপে।

পর্তুগালের ইউরো স্কোয়াড: গোলকিপার: ডিওগো কস্তা, রুই প্যাত্রিসিও ও জোসে সা। ডিফেন্ডার: রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনিও সিলভা, পেপে, গনকালো ইনাসিও, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, ডিওগো দালত ও নুনো মেন্দেজ। মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, রুবেন নেভেস, জোয়াও পালিনহা, জোয়াও নেভেস, ওতাভিও। ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনকালো রামোস, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইকাও।

ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ম্যাথিয়াস নুনেসের জায়গা হয়নি ইউরো স্কোয়াডে। মার্তিনেজের স্কোয়াড থেকে বলার মতো বাদ পড়া এটাই। তবে উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার পেদ্রো নেতোকে রেখেছেন মার্তিনেজ। চোটজর্জর মৌসুমে লিগে ২০ ম্যাচে ২ গোল করার পাশাপাশি ৯টি গোলও করিয়েছেন নেতো। বেলজিয়ান কোচের ২৬ জনের এই স্কোয়াডে ৯ জনই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন।

গত বছরের জানুয়ারিতে ২০১৬ ইউরো জেতানো কোচ ফার্নান্দো স্যান্টোসের জায়গায় নতুন কোচ হিসেবে মার্তিনেজের নাম ঘোষণা করে পর্তুগাল। সেটি ২০২৪ ইউরো বাছাইপর্ব শুরুর আগে। বাছাইয়ে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সব কটি জিতে রেকর্ডও গড়ে মার্তিনেজের পর্তুগাল। ৩৬ গোল করার বিপরীতে মাত্র ২ গোল হজম করেছিল তারা।

জার্মানিতে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোয় ‘এফ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে পর্তুগাল। এই গ্রুপে বাকি তিন দল চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও প্রথমবার খেলতে যাওয়া জর্জিয়া। ১৮ জুন লাইপজিগে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগাল।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now