Jul 27, 2024
Sports

Euro Cup 2024: শুরু হচ্ছে ইউরো কাপ, কখন কোন দেশের খেলা? জেনে নিন বিস্তারিত

post-img

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। 


আপনি যদি ফুটবল প্রেমী হন, তাহলে অবশ্যই অপেক্ষা করে আছেন ইউরো কাপের (Euro Cup 2024) জন্য। ইউরোপ সেরা হওয়ার লড়াই এবছর হতে চলেছে জার্মানিতে (Germany)।

আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। শেষবার ২০২১ সালের ইউরো কাপে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড (England Football Team)।

তারা ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দেয় পেনাল্টি শ্যুট আউটে। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার টুর্নামেন্ট খেলতে নামবে ইতালি (Italy)।


এবারের ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ১৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। এরপর শুরু হবে নক আউট পর্বের ম্য়াচ আগামী ৩০ জুন থেকে। এই টুর্নামেন্টে এবারেই প্রথমবার খেলতে নামছে জর্জিয়া।

এছাড়াও সবচেয়ে শক্তিশালী গ্রুপ বি। সেই গ্রুপে রয়েছে স্পেন, আলবেনিয়া, ইতালি ও ক্রোয়েশিয়া। 


কবে থেকে শুরু ইউরো কাপ?

২০২৪ ইউরো কাপ শুরু আগামী ১৪ জুন থেকে 


কোথায় আয়োজিত হতে চলেছে এবারের ইউরো কাপ?



জার্মানি এবারের ইউরো কাপের আয়োজক দেশ



ভারতে কখন দেখতে পাবেন ইউরো কাপের ম্যাচগুলো?


ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ। সেই ম্যাচটি ভারতীয় সময় রাত ১২.৩০ থেকে শুরু। অন্যান্য ম্যাচ গুলো সন্ধে ৬.৩০ ও রাত ৯.৩০ টায় শুরু হবে। 



কোন চ্যানেলে দেখতে পাওয়া যাবে খেলা?



টিভিতে সোনি স্পোর্টসের যে কোনও নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে খেলা



অনলাইনে কোথায় দেখবেন ইউরো কাপের ম্যাচ?


ইউরো কাপের ম্যাচগুলো টিভির পর্দায় আপনি চোখ রাখতে না পারলেও সোনি লিভ অ্যাপে দেখতে পারবেন অনলাইনে



এদিকে ইউরো কাপের পরপরই আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা। আর তার আগে আর্জেন্তিনার ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা হয়ে গেল। আর্জেন্তিনা শিবির ১০ ও ১৪ জুন যথাক্রমে ইকুয়েডর ও গুয়েতামালার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামবে। তার আগেই এই দল ঘোষণা করলেন স্কালোনি। ২০২১ সালে শেষবারের কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা শিবিরই। এরই সঙ্গে সঙ্গেই উরুগুয়ের সঙ্গে সর্বাধিক ১৫ বার এই খেতাব জয়ের নজির গড়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটি।


Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now