Jul 27, 2024
Sports

Euro Cup 2024 : শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের সেরা আসর ইউরো ২০২৪, জেনে নিন কোন গ্ৰুপে কোন দেশ

post-img

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের সেরা আসর ইউরো ২০২৪। এবারের ইউরো কাপ ২০২৪ এর আয়োজক দেশ জার্মানি।

গতবার ইউরোপের ১২টি দেশে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তবে এবার আগের ফরম্যাটে অর্থাৎ একটি দেশেই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইউরো ২০২৪ আয়োজনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করছে আয়োজক দেশ জার্মানি। ইউরোপের ২৪ টি দেশ টুনামেন্টে অংশগ্রহণ করবে এবং মোট ম্যাচ হবে ৫১ টি। ইউরো ২০২৪ আসর ১৪ জুন থেকে শুরু এবং ১৪ জুলাই শেষ হবে।


জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় ইউরো ২০২৪–এর লাকি ড্র। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউরো কাপের ৬ টি গ্রুপের ৪টি করে দলকে বাছাই করা হয়।

গ্রুপ ঘোষণার আগে ২৪টি দলকে ৪টি পটে ভাগ করা হয়েছিল। সেখান থেকেই ড্র-এর মাধ্যমে ৬টি গ্রুপে ভাগ করা হয়।


ইউরো কাপ ২০২৪ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জার্মানির মোট ১০ টি ভেন্যুতে।


ইউরো ২০২৪ আসরে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি গ্রুপ পর্বে দুই বড় শক্তি স্পেন ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউরো ২০২৪–এর ড্রতে এটাই যেন গ্রুপ অফ ডেথ। ২০২০ ইউরোর রানার্সআপ দল ইংল্যান্ড পেয়েছে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে। তুলনামূলকভাবে সহজ গ্রুপ পেয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।


আগামী ১৪ জুন স্বাগতিক র্জামানি বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ইউরো কাপ ২০২৪ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই বার্লিনে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now