Jul 27, 2024
Political

Loksabha Election 2024 : দেওয়াল লিখনের মধ্য দিয়ে ঝাড়গ্রামে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল তৃণমূল

সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু এখনো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার থেকেই দেওয়াল লিখন এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেওয়া হয়।

মঙ্গলবার ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত মাহাতো দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করে।

তিনি বলেন সামনেই লোকসভা নির্বাচন তাই দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দলীয় প্রার্থীর সমর্থনে যেসব দেওয়ালে লেখা হবে সেই সব দেওয়াল গুলিতে সাইড ফর তৃণমূল কংগ্রেস লেখা হয়েছে। যাদের দেওয়ালে সাইড ফর তৃণমূল কংগ্রেস লেখা হয়েছে সেই সব বাড়ির মালিকদের অনুমতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকেই ঝাড়গ্রাম শহর সহ জেলার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন এর মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে সামান্য ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল। বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি। তাই এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কে বিপুল ভোটে জয়ী করার জন্য দলের কর্মী সমর্থকরা এখন থেকেই প্রচারে নেমে পড়েছেন বলে তিনি জানান।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now