May 19, 2024
Headlines

WBSEDCL Electricity Bill : "এক টাকাও বাড়েনি বিদ্যুতের বিল, সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে চলছে মিথ্যে প্রচার" স্পষ্ট জানালো রাজ্য বিদ্যুৎ পর্ষদ

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন

ভোট আসতেই একের পর এক মিথ্যে প্রচার করে জনগণ খেপানোর কাজে নেমে পড়েছে বিশেষ কিছু রাজনৈতিক দল। আর তীব্র গরমে যখন তাপপ্রবাহ চলছে বাংলা জুড়ে সেই সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে বলে প্রচার চালানোর থেকে বেশি ভাইরাল নিউজ আর কি হতে পারে! 

গরমে হাঁসফাস করছে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বেশিরভাগ অংশ। রাজ্যের বেশিরভাগ অংশেই বিদ্যুৎ পরিষেবা প্রদান করে থাকে WBSEDCL। বিপুল সংখ্যায় গ্রাহকদের কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয় সংস্থা। মাশুল বাড়লে অনেকের পকেটেই টান পড়তে বাধ্য।

লোকসভা ভোটের সময়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা, বাড়ছে বিদ্যুতের দাম। বিষয়টিয় নিয়ে এবার মুখ খুলল রাজ্য সরকার। এটি শুধুমাত্র যে এক অপপ্রচার তা জানিয়ে দিয়েছে বিদ্যুত দফতর। পাশাপাশি বিদ্যুত বন্টন সংস্থা WBSEDCL জানিয়ে দিয়েছে যা রটেছে তা একেবারেই ভিত্তিহীন।

শনিবার WBSEDCL-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, 'WBSEDCL-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানীং কিছু গণমাধ্যমে কোনও কোনও মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে । এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য।'

লেখা হয়েছে, 'সকল গ্রাহকদের অবগতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নির্ধারন করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন। মাননীয় কমিশন গত ০৬.০৩.২০২৪ তারিখে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য WBSEDCL-এর Tariff Order মঞ্জুর করেছে।

WBSEDCL-এর ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ৬ মার্চ তারিখে 2024-25 অর্থবর্ষের জন্য WBSEDCL এর Tariff Order মঞ্জুর করেছেন। এই আদেশনামা অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোনওরূপ মাশুল বৃদ্ধি হয় নি।

WBSEDCL জানিয়েছে, এই ধরনের অপপ্রচারে গ্রাহকরা যাতে কোনওভাবেই গুরুত্ব না দেন। এই ব্যাপারে কোনো প্রয়োজনে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিদ্যুতের ইউনিট প্রতি চার্জ নিয়ে এই পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়। WBSEDCL -এর তরফে জানানো হয়েছিল, ঘরোয়া গ্রাহকদের জন্য পুরনো এবং নতুন ট্যারিফে কোনও পার্থক্য নেই। তাঁদের তরফে জানানো হয়, নতুন ভাড়া চালু হয়েছে ১ এপ্রিল, ২০২৪ থেকে।

অন্যদিকে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত যে বিল হবে, সেটা পুরনো ইউনিট অনুযায়ী হবে। ১ এপ্রিল থেকে নতুন ট্যারিফ কার্যকর হবে। WBSEDCL-এর তরফে পরিষ্কার ভাবে জানানো হয়, ৬৪ দিনের বিল হবে পুরনো ট্যারিফ অনুযায়ী আর ২৭ দিনের বিল হবে নতুন ট্যারিফ অনুযায়ী। যে বিল হয়েছে, সেখানে দিন সংখ্যা অনুযায়ী প্রতিটি স্ল্যাব দুই ভাগে ভেঙে দেখানো হয়েছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now