May 19, 2024
Kolkata

Sonarpur Gambler Arrest : সোনারপুরে গ্রামীণ মেলায় জুয়াড়িদের দাপট, সোনারপুর থানার তৎপরতায় গ্রেপ্তার ৫ জুয়াড়ি

post-img

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

সোনারপুর এলাকায় বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন গ্রামীণ মেলাকে নিজেদের টার্গেট বানিয়ে ফেলেছে জুয়ারীরা। এবারে হাতেনাতে সেই সঙ্গে বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা চরিত্র বৈশাখ মাসের বিভিন্ন গ্রামের মেলাকে কেন্দ্র করে চলছে অপসংস্কৃতির প্রচার।


স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে সময়োচিত অভিযান চালিয়ে এমনই জুয়াড়িদের হাতেনাতে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ।
এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাদসার নবারুণ সংঘ আয়োজিত বৈশাখী মেলায় বহিরাগত জুয়াড়িদের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ আসে সোনারপুর থানা পুলিশের কাছে।

সাধারণ মানুষ বা সাধারণ দোকানদারেরা দোকান দেওয়ার জন্য আবেদন জানালেও সংশ্লিষ্ট জুয়ারি সিন্ডিকেটের অধীনে না থাকায় মাত্র এক দিনের জন্য পাঁচ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে আয়োজকদের কয়েকজনের বিরুদ্ধে।


এই অভিযোগ পাওয়ার পরে মঙ্গলবার রাত এগারোটার কিছু পরে হাসানপুর প্রাথমিক স্কুল সংলগ্ন মাঠে গ্রামীণ মেলা চলাকালীন হানাদার সোনারপুর থানার পুলিশ।
বারুইপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সেখানে তখন মূল মেলায় থাকা দর্শকের থেকে জুয়াড়িদের জুয়ার বোর্ড যে অংশে পাতা রয়েছে সেখানে কয়েকশো লোককে জুয়া খেলতে দেখা যায়।


তবে পুলিশ হানা দিয়েছে খবর পাওয়া মাত্র অধিকাংশই দৌড়ে পালিয়ে যায়। এর পরে জুয়ার বেআইনি ব্যবসা চালানোর অভিযোগে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে এবং জুয়ার বোর্ডে পড়ে থাকা নগদ প্রায় ১১ হাজার টাকা সোনারপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now