May 05, 2024
Kolkata

Heatwave in South Bengal : দক্ষিণবঙ্গের ১০ জেলায় ফের তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের

দাবদাহের প্রকোপে অতিষ্ঠ হতে চলেছে রাজ্যবাসী। আগামী বুধবার থেকে তাপপ্রবাহের পর্ব শুরু হবে দক্ষিণবঙ্গে। চড়বে তাপমাত্রার পারদ। বিশেষত শুক্রবারের পর সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। আজ বেলা গড়ালেই ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা।

পশ্চিমের ২-৩ জেলায় মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরের জন্য। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ।

পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। শুক্রবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রয়েছে চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা।

পাশাপাশি, শুক্রবার ও শনিবার চরমে পৌঁছবে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ বইবে, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে।

নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বুধবার থেকে টানা তাপপ্রবাহ চলবে। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কাল রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ২৯.২ ডিগ্রি। এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা কিছুটা কমে ৩৯.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৩৫ শতাংশ। অর্থাৎ আজ দুপুরের পর কলকাতায় শুষ্ক ও উষ্ণ বাতাসের ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now