May 19, 2024
Kolkata

Newtown Kolkata Expressway : গতি বাড়ছে কলকাতার, বারাসাত থেকে মাত্র ২৫ মিনিটেই নিউটাউন পৌঁছাতে তৈরি হচ্ছে ৪ লেন এক্সপ্রেসওয়ে

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।


গতি বাড়ছে কলকাতা শহরের। বাড়ছে সড়ক পরিকাঠামো। কলকাতা শহরের মধ্যে যেমন মেট্রোপলিটন বাইপাস থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা গুলোর সম্প্রসারণ হয়েছে গত কয়েক বছরে তার সঙ্গে পাল্লা দিয়ে এবারে দক্ষিণ এবং উত্তর শহরতলির সঙ্গে খাস কলকাতার যোগাযোগ মসৃণ করে তোলার জন্য শুরু হলো পরিকাঠামো উন্নয়নের কাজ। 

কলকাতার উত্তর শহর তলিয়ে অর্থাৎ বারাসাত মধ্যমগ্রাম পর্যন্ত এলাকা থেকে যে সমস্ত অফিস যাত্রী অথবা আইটি কর্মীরা প্রতিনিয়ত নিউটাউন বা সংলগ্ন এলাকায় চাকরি করতে আসেন তাদের যাতায়াতের কথা ভেবেই নতুন অত্যাধুনিক ৪ লেন এক্সপ্রেসওয়ে তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।


নিউ টাউন থেকে বারাসাত পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেলে বারাসাত থেকে মধ্যমগ্রাম হয়ে নিউটাউনে এসে পৌঁছতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট।


নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় এর কাছে সেন্ট জোয়ান স্কুলের পাশ থেকে এই রাস্তা মধ্যমগ্রাম হয়ে সোজা পৌঁছে যাবে বারাসাত।



প্রসঙ্গত ও বর্তমানে কলকাতা থেকে এনএইচ ১২ হাইওয়েতে যাওয়ার জন্য গাড়ি বা বাইক চালকদের ভরসা রাখতে হয় ভিআইপি রোড হয়ে যশোর রোড ধরে যাওয়ার জন্য। 

উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে বারাসাত পর্যন্ত প্রায় ৪২১ কিলোমিটার দীর্ঘ এই হাইওয়েতে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার মূল সংযোগকারী রাস্তা হওয়ায় বিপুল পরিমাণ গাড়ি চলাচল করে প্রতিনিয়ত।


তবে নতুন এই প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেলে সরকার এবং নিউটাউনের বাসিন্দারা যেমন চোখের পলকে পৌঁছে যেতে পারবেন বারাসাত বা মধ্যমগ্রাম থেকে এমনভাবে উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশের মানুষ খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন সল্টলেক বা নিউ টাউনের আইটি হাবে।


WB PWD has started the Construction of a 4 Lane Expressway from Newtown Kolkata to Barasat via Madhyamgram.

The 8 KM Expressway will start from St Joan's School near Akankha More. It will cut down the travel time between Barasat & Newtown by 25 minutes.

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now