May 19, 2024
Editorial

Prabha Khaitan Foundation : কিতাব অনুষ্ঠানে অনন্ত বিজয়ের বই প্রকাশ করে অযোধ্যা অধ্যায়ের সূচনা করল প্রভা খৈতান ফ

post-img

প্রভা খৈতান ফাউন্ডেশন (পিকেএফ) অযোধ্যার নয়া এক অধ্যায়ের সূচনা করল সাংবাদিক-লেখক অনন্ত বিজয়ের লেখা হিন্দি বই ওভার দ্য টপঃ ওটিটি কা মায়াজাল -এর উদ্বোধনের মধ্য দিয়ে। এই উদ্বোধন অনুষ্ঠানটি হয় অযোধ্যার রাজপ্রাসাদের আইকনিক রাজসদনে। এই বইয়ের উদ্বোধনের মধ্য দিয়ে পিকেএফ তার সাংস্কৃতিক ও সাহিত্যের পদচারণা প্রসারিত করল।


অযোধ্যার রাজপরিবারের সদস্য এবং রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র শহরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনন্ত বিজয়ের এই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অযোধ্যার মেয়র গিরিশ পতি ত্রিপাঠি, অযোধ্যার এসএসপি রাজ করণ নায়ার, পণ্ডিত মিথিলেশ নন্দিনী শরণ, অযোধ্যার কমিশনার গৌরব দয়াল সহ আরও অনেকেই।


অনুষ্ঠান শেষে লেখক অনন্ত বিজয়ের সঙ্গে এক আলোচনায় অংশ নেন মনোজ রাজন ত্রিপাঠি। লেখক তাঁর বই থেকে গল্প, উপাখ্যান এবং এই বইয়ের মূল বক্তব্য ভাগ করে নেন।


প্রভা খৈতান ফাউন্ডেশন সম্প্রতি নিউইয়র্ক, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যগুলির কিছু প্রধান শহর ভারত এবং বিদেশের ৫৫ টিরও বেশি শহরকে যুক্ত করেছে। যেখানে তার সাংস্কৃতিক এবং সাহিত্যের পদচিহ্ন প্রসারিত করার জন্য - অযোধ্যা - ভগবান রামের শহর - সর্বশেষ সংযোজন। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে পিকেএফ অযোধ্যায় তিন দিনের সাংস্কৃতিক উৎসব 'রামায়ণ কলা উৎসব'-এর আয়োজন করেছিল।


সরযূ নদীর উপস্থিতি এবং কবি-সন্ন্যাসী তুলসীদাসের রামচরিতমানসের পবিত্র সাহিত্যের ঐতিহ্যে ধন্য হয়ে ওঠা এই অযোধ্যা প্রভা খৈতান ফাউন্ডেশনের পক্ষে রাজকীয়ভাবে তাঁদের এই সাহিত্যযাত্রার সূচনা ছিল নিঃসন্দেহে এক গর্বের এবং স্মরণীয় এক মুহূর্তও।


প্রভা খৈতান ফাউন্ডেশন এর তরফ থেকে যে এই সাংস্কৃতিক ও সাহিত্যিক উদ্যোগের সূচনা হয় সেখানে উদ্বোধনী ভাষণ দেন লখনউ-এর এহসাস ওমেন দীপা মিশ্র। এরই পাশাপাশি তিনি অযোধ্যার রাজ পরিবার থেকে ভারতের বিখ্যাত কবি, সংগীত এবং চলচ্চিত্র পণ্ডিত যতীন্দ্র মিশ্রকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।


লেখক অনন্ত বিজয়: দুই দশকের সাংবাদিক অভিজ্ঞতাসম্পন্ন দৈনিক জাগরণের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। তিনি বিভিন্ন ধারার নয়টি বই লিখেছেন। যার মধ্যে রয়েছে ‘মার্কসবাদ কা অর্ধসত্য’, ‘বেস্টসেলিং বলিউড সেলফি’ এবং সর্বশেষ ‘ওভার দ্য টপ: ওটিটি কা মায়াজাল’। তিনি চলচ্চিত্রে শ্রেষ্ঠ রচনার জন্য জাতীয় পুরস্কারও পান।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now