May 19, 2024
Editorial

Prantik Prem : প্রান্তিক প্রেম

প্রান্তিক প্রেম

কবি - অসীম মজুমদার। হালিশহর, পশ্চিমবঙ্গ।

কত এল , গেল , ব্যাস আর কী -

অঙ্গপ্রত্যঙ্গে ইন্দ্রিয় খেলি ,
একের সাথে আরেকের শুধু
গাছে সেঁটে আছে চাক ভাঙা মধু ;
তবু , কোনোভাবে কেউ কিছু পেলি !

বর্ণের রোদ-ঝড়-বৃষ্টি
অপলকে চেয়ে থাকা দৃষ্টি ,
রাতদিন একই দেখাশেখা
আকার নিরাকারে মেলামেশা ।

যেখানে যা থাকার থাকে ,
উড়ু উড়ু মন ডালের ফাঁকে
চুপ ক'রে কিছুক্ষন কুহু ডাকে
কোথায় দেখতে পেয়ে কাকে

অনুসন্ধানে প্রান্তিক প্রেম
চলবে চলছে শেম্ শেম্ ,
মেলা বহু বর্ণে পণ্ডশ্রম
খেলা চতুস্পার্শে জ'মে মোক্ষম

বারো বেজে প্রেমে গ্যাস খেয়ে কী ?

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now