May 05, 2024
Technology News

Honda Activa Electric : ভারতের বাজারে আসছে অত্যাধুনিক প্রযুক্তির Honda Activa Electric

post-img

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

দেশের অন্যতম বিক্রিত পেট্রোল স্কুটার Honda Activa। খুব শীঘ্রই Activa Electric ভেরিয়েন্টে লঞ্চ করবে। সংস্থার দাবি, Honda Activa Electric সরাসরি Bajaj Chetak, Ola Electric, Ather এবং TVTS i Cube-এর মতো মডেলকে রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। যা খবর এবার খুব শীঘ্রই Activa ইভি ভেইক্যাল লঞ্চ করবে ভারতের বাজারে।

একেবারে নতুন লুকে সংস্থা স্কুটারটিকে লঞ্চ করবে। আর সেটা নিয়েই কাজ চলছে বলে খবর।

Honda Activa Electric: এক নজরে সংস্থার প্ল্যান?

Honda Activa দেশের অটো টু-হুইলার সেক্টরে সবথেকে বিক্রি হওয়া স্কুটারগুলির মধ্যে একটি। দীর্ঘদিন ধরে এই স্কুটারে ইলেকট্রিক ভার্সন আসতে পারে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট বলছে, Honda Activa ইলেকট্রিকের জন্য নতুন অ্যাসেম্বলি লাইন তৈরি করে উৎপাদন ক্ষমতা আরও পরিকল্পনা করছে। Honda Activa Electric এর ম্যাকানিজম, ড্রাইভিং রেঞ্জ কিংবা দামের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি।

Honda Activa Electric: দাম এবং কবে লঞ্চ

যদিও সংস্থার একাংশের দাবি, Honda Activa Electric এ দারুণ ড্রাইভিং রেঞ্জের মজা দেবে গ্রাহককে। দামও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই হবে বলে দাবি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, Honda Activa Electric এর দাম হতে পারে ১ লাখ টাকা থেকে ১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে।
 
প্রতিবেদন অনুসারে, কোম্পানির প্রথম বৈদ্যুতিক স্কুটারটি অর্থাৎ Honda Activa Electric আগামী 2025 অর্থবছরে রাস্তায় আসতে পারে।

Honda Activa Electric: খেলা ঘোরাবে Honda Activa

EV এর বাজার ভারতে ব্যাপক গতিতে বাড়ছে। বহু স্টার্টআপ সংস্থাও ইলেকট্রিক বাইক এবং স্কুটার তৈরি করছে। এমনকি এই সেক্টরে নাম লেখাচ্ছে দেশের অনেক বড় বড় সংস্থাও। এক সংবাদমাধ্যমের খবর বলছে, Honda মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার বর্তমানে ভারতের জন্য কোনও বৈদ্যুতিক মডেল প্রস্তুত নেই। যদিও বাজারের উপর সংস্থা কড়া নজর রাখছে। আর তাই Honda Activa-কে নিয়ে কাজ করছে সংস্থা। আর এই স্কুটারই ইভি মার্কেট ঘুরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now