May 05, 2024
Technology News

Air Cooler benefits : স্প্লিট এসির মতো দেওয়ালে লাগান এয়ার কুলার, হাফ দামে কাম ফতে

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

তাপপ্রবাহ থেকে বাঁচতে দুপুর বেলায় যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে, বাড়িতে থাকলেই সারাক্ষণ চলছে এসি। তার জেরে চড়চড়িয়ে বাড়ছে বিদ্যুতের বিল।

তবে সকলের পক্ষে এসি কেনা সম্ভব নয়। তাদের কাছে কি বিকল্প বলতে শুধু ফ্যান?

একদমই নয়। তারা কিনতে পারেন এয়ার কুলার।

এবার আপনারা বলতেই পারেন যে কুলার রাখার সমস্যা। স্প্লিট এসি যেমন দেওয়ালে লাগানো যায়, সেখানেই কুলার ঘরের এক কোণে রাখতে হবে। তবে সেই দিন এখন অতীত। এখন এমন কুলারও এসেছে, যা দেওয়ালে লাগানো যায়।

এই ধরনের কুলারকে মাউন্টেড এয়ার কুলার বলে। ঠিক এসির মতোই কুলারও বাড়ির দেওয়ালে লাগানো যায়।

এসি চালালে যেখানে বেশি বিদ্যুতের বিল ওঠে, সেখানেই কুলার চালালে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ হয়। এসির মতোই রিমোট দিয়ে এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।

কুলারের ক্ষেত্রে একটা ঝামেলা হল, এতে জল ঢালতে হয়। তবে এই মাউন্টেড কুলারে আলাদা করে জল ঢালার প্রয়োজন নেই। একটি পাইপের সাহায্যে বালতি থেকেই সোজা জল টানতে পারে এই কুলার। এতে একটি জলের ট্যাঙ্কও আছে।

এখন এসি কিনতে যেখানে কমপক্ষে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়, সেখানেই ওয়াল মাউন্টেড এয়ার কুলারের দাম শুরু ১২০০০ টাকা থেকে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now