May 08, 2024
Political

Sandeshkhali Arms Recovery : সন্দেশখালিতে উদ্ধার শাহজাহানের বিপুল বিদেশি অস্ত্র ভান্ডার নামল NSG ও রোবট, Watch Video

post-img

সন্দেশখালির "ত্রাস" প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে । জেলবন্দি তার দুই সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারও । তাতেও যে সন্দেশখালির পরিস্থিতি একটুও বদলায়নি । কারন লোকসভা আবহের মধ্যেই সন্দেশখালির এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল অস্ত্র ও গোলাবারুদ ।

জানা গেছে,আবু তালেব মোল্লা নামে ওই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীর তদন্তকারী সংস্থা উদ্ধার করেছে বিদেশি নাইন এম এম, দেশি সেভেন এমএম পিস্তল মিলে অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্র । পাওয়া গেছে প্রচুর বোমা ও কার্তুজও ।

স্থানীয় সূত্রে খবর, আবু তালেব মোল্লা হল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত হাফিজুল খানের আত্মীয় । স্বভাবতই এত বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।



এদিকে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্রভাণ্ডার উদ্ধার হতেই সেখা পৌঁছে গেছে ন্যাশানাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর বম্ব ডিসপোসল এবং ডিটেকশন স্কোয়াড । তারা উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার পাশাপাশি মাটি খুঁড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে । সঙ্গে রয়েছে সিবিআই এর দল । রোবট যানের সাহায্যে বিস্ফোরকের সন্ধানে সন্দেশখালি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ।

সূত্রের খবর, বিদেশি নাইন এমএম, দেশি ৭ এম‌এম, বোমা, কার্তুজ, দেশি-বিদেশি মিলিয়ে উদ্ধার হ‌ওয়া আগ্নেয়াস্ত্রের সংখ্যা অন্তত ১৫। আর বিদেশি অস্ত্র মানেই তার সঙ্গে কোনও অস্ত্র পাচারকারী চক্রের যোগ থাকতে পারে। অন্যদিকে প্রচুর বিস্ফোরকও উদ্ধার হয়েছে, প্রাথমিকভাবে মনে যা মনে করা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন। সে কারণেই এনএসজি বম্ব ডিসপোজাল ও ডিটেকশন স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।

তাঁরা রিমোটচালিত রোবট ব্যবহার করছে তল্লাশির জন্য। মাইন ডিটেক্টর নিয়ে তল্লাশি চালাচ্ছে এনএসজি। স্বভাবতই এমন বিপুল অস্ত্রসম্ভার কোনও গ্রামে মজুত থাকা মানে সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তাই এনআইএর সম্ভাবনার কথাও উঠে আসছে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now