May 18, 2024
Business

1000 Crores Investment in Kolkata : বাংলায় বিপুল বিনিয়োগ, নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে ১০০০ কোটি টাকা বিনিয়োগে ডাটা সেন্টার তৈরি শুরু করল রিলায়েন্স জিও

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি অথবা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে গাল ভরা ঘোষণা নয়। 

রীতিমতো মাঠে নেমে নির্মাণ কাজ শুরু হয়ে গেল এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা হওয়া একাধিক বড় বিনিয়োগের।

ইতিমধ্যেই নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হবে নিজেদের বিশাল ক্যাম্পাস তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছে ইনফোসিস।

US Firm Tredence in Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, কলকাতায় নিজেদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর খুললো মার্কিন ডাটা সায়েন্স সংস্থা ট্রেডেন্স #tredenceKOLKATA

কয়েকদিনের মধ্যেই উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে ইনফোসিস এর নিউটাউন ক্যাম্পাস।


পাশাপাশি কলকাতায় নিউ টাউনে ডাটা সেন্টার তৈরির কাজ শুরু করে দিয়েছে এয়ারটেল। 


এবারে মাঠে নামল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। নিউটাউনে বেঙ্গল সেলিকন ভ্যালি হবে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ঘোষনা করেছিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি।

2000 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, বাংলায় ২০০০ কোটি টাকা বিনিয়োগ এর সিদ্ধান্ত সুইডিশ সংস্থা IKEA -র, হবে ৪০০০ নতুন কর্মসংস্থান #kolkatasaradin #MamataBanerjeeCrores-in-West-Bengal

রাজারহাট নিউটাউনের প্রায় 40 একর জায়গার উপরে ৫ লক্ষ ২৫ হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে তৈরি হচ্ছে রিলায়েন্স জিওর kolkata data center। 

এই ডাটা সেন্টার তৈরির জন্য মুকেশ আম্বানি এক হাজার কোটি টাকা প্রাথমিকভাবে বিনিয়োগ করার কথা ঘোষণা করে গিয়েছিলেন কলকাতায় এসে।

EV Charging major Terra Charge in Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, নিউটাউনে EV চার্জিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার খুললো বিশ্ব বিখ্যাত জাপানি সংস্থা টেরা চার্জ, সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ #electriccars #ev-in-Kolkata-Newtown

জানা গিয়েছে একটি নয় নিউটনের বেঙ্গল সিলিকন ভ্যালি হবে দুটি ডাটা সেন্টার তৈরির কাজ শুরু করেছে রিলায়েন্স গোষ্ঠী।

মাইক্রোসফটের সঙ্গে এবং এ টে ক সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগ ে এই দুটি ডাটা সেন্টার তৈরির কাজ জোরকদমে শুরু করে দিয়েছে রিলায়েন্স জিও।


পাশাপাশি রিলায়েন্স জিও কর্পোরেট আইটি পার্কও গড়ে তোলা হবে এই ক্যাম্পাসের ভিতর।


Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now