May 18, 2024
Business

4500 Crores Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ, ৪৫০০ কোটি টাকা বিনিয়োগে পুরুলিয়ায় শ্যাম স্টিলের কারখানা উদ্বোধনে যাচ্ছেন মমতা, কর্মসংস্থান ৮০০০

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

ডেস্টিনেশন বাংলা। শুধুমাত্র প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতি পূরণ করে দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে শিল্পায়ন করার ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে উঠে এলো বাংলা।

এবারে বাংলায় ফের বিপুল অংকের বিনিয়োগ করল ভারতের প্রথম সারির ইস্পাত প্রস্তুতকারক সংস্থা শ্যাম স্টিল।

জানা গিয়েছে আগামী ২০২৫ সালের মধ্যেই সম্পূর্ণভাবে উৎপাদন প্রক্রিয়ার শুরু করতে পারবে রঘুনাথপুরে শ্যাম স্টিলের এই কারখানা।

২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে পুরুলিয়ার রঘুনাথপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই জঙ্গল সুন্দরী শিল্পনগরীতে শ্যাম স্টিলের ইস্পাত কারখানা তৈরি হলে কর্মসংস্থান হবে অনেকের।

1500 Crores Investment by TVS ILP : বাংলায় নতুন বিনিয়োগ, কলকাতা ও শিলিগুড়িতে নতুন বিনিয়োগে লজিস্টিক পার্ক তৈরীর ঘোষণা টিভিএস ইন্ডাস্ট্রির

প্রসঙ্গত, পুরুলিয়ার রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী গঠন করা হচ্ছে। ২৮৪৩ একর জায়গা নিয়ে হচ্ছে। এতে বিনিয়োগ হবে ৭০ হাজার কোটি। দেড় লক্ষ মানুষ কর্মসংস্থান হবে।


রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, এছাড়া যোগাযোগ ব্যবস্থা বাড়ানো হচ্ছে। অমৃতসর-কলকাতা ইন্ড্রাস্ট্রিয়াল করিডর ভায়া রঘুনাথপুর, বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। এছাড়া পুরুলিয়ায় ছররাতে নয়া বিমানবন্দরের পরিকল্পনা রয়েছে রাজ্যের।

CM Mamata Banerjee will inaugurate the 4500 Cr Shyam Steel Integrated Steel Plant on Tuesday in Jungle Sundari Karmanagari in Raghunathpur Purulia.

Kolkata Rajarhat Newtown : ডেস্টিনেশন নিউটাউন, প্রথম সারির সমস্ত কর্পোরেট সংস্থা, সরকারি বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ব সংস্থার হেডকোয়ার্টার তৈরি হচ্ছে নিউটাউনে
আগামীকাল সকালেই পুরুলিয়ার জঙ্গল সুন্দরী প্রকল্পের অন্তর্গত এলাকায় শ্যাম স্টিলের এই ইন্টিগ্রেটেড স্টিল প্লান্টের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে প্রাথমিকভাবে ৬০০ একর জায়গার উপরে ১.১৯ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন কারখানা উদ্বোধন করতে চলেছে শ্যাম স্টিল। যার জন্য প্রথম পর্যায়ে বিনিয়োগ করেছে ১৫০০ কোটি টাকা।

সামগ্রিকভাবে সাড়ে চার হাজার কোটি টাকা বিনিয়োগের পরে মোট আট হাজার কর্মসংস্থান হওয়ার কথা থাকলেও প্রথম পর্যায়ের কাজ চালু হলে আপাতত ৩০০০ মানুষের কর্মসংস্থান হবে বলেই জানা গিয়েছে সংস্থা সূত্রে।

The plant with a capacity of 1.19 MTPA is coming up on 600 acres. The company has invested 1500 Cr in Phase-I.

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now