May 18, 2024
Business

Contractors Federation :

post-img

সমস্যা থাকলেও সরকারি দফতরের ঠিকাদাররা রাজ্যের উন্নয়নে সহযোগিতা করে চলেছেন, দাবি পশ্চিমবঙ্গ ফেডারেশন অফ কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের। সোমবার হাওড়ার শরৎ সদনে ফেডারেশন অফ কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বানে সারা বাংলা যৌথ সরকারি ঠিকাদার সংগ্রামী মঞ্চের রাজ্য কনভেনশনে এমনই দাবি করেন তাঁরা। জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত, সেচ, কেএমডিএ সহ বিভিন্ন সরকারি দফতরের ঠিকাদাররা এদিনের এই কনভেনশনে যোগ দেন। রাজ্যের বিভিন্ন জেলা থোকে এদিন প্রায় ১২০০ জন প্রতিনিধি হাওড়ার শরৎ সদনে আয়োজিত রাজ্য কনভেনশনে যোগ দেন।

এদিন এক সাংবাদিক সম্মেলনে ফেডারেশন অফ কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পরিমল মিশ্র জানান, "নানা প্রতিবন্ধকতা সত্বেও আমরা রাজ্যের উন্নয়নের কাজে সর্বোতভাবে সাহায্য করব। ১০০ দিনের কাজের মাল সরবরাহ বাবদ কেন্দ্রের কাছে ৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকাও মেটানো হচ্ছে না। রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে এই নিয়ে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। বিভিন্ন দফতরের বকেয়া মেটানোর বিষয়ে রাজ্যের কাছেও আমরা দাবি জানিয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও তাঁর হস্তক্ষেপ চেয়েছেন ঠিকাদাররা।"

তিনি আরও বলেন, "সরকারের উন্নয়নের কান্ডারী কন্ট্রাক্টররা। সরকারের উন্নয়ন করতে হলে আমাদের অসুবিধা দূর করতে হবে। আট দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। সংগঠনের শক্তি বাড়ানোর জন্য সমমনোভাবাপন্ন সংগঠনগুলিতে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে। যদি আমাদের শক্তি বাড়াতে পারা যায় তাহলে সরকার আমাদের দাবি পূরণ করবে বলে আমাদের বিশ্বাস। এদিনের কনভেনশন একটা প্লাটফর্ম তৈরি করল। এখন সংগঠনগুলি ছড়িয়ে রয়েছে। উদ্দেশ্য সংগঠনগুলিকে যৌথ মঞ্চে একত্রিত করা। এই সংগঠন এই প্রথম একসাথে একই ছাদের তলায় কনভেনশন করতে পেরেছে। এদিন একটি বাদে রাজ্যের সকল জেলা থেকে প্রায় বারশো প্রতিনিধি এসেছেন।"


এদিন ফেডারেশন অফ কন্ট্রাক্টর্স এ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারম্যান শুভাশিস ঘোষ বলেন, "আমরা কোনও রাজনৈতিক সংগঠন নই। আমরা ব্যবসায়ী সংগঠনের একটি অংশ। ঠিকেদার সংগঠনের প্রতিনিধি। প্রায় কুড়ি লক্ষ ঠিকাদার রয়েছে। এর পাশাপাশি প্রত্যক্ষ পরোক্ষভাবে দু'কোটি মানুষ জড়িত আছে। আমরা এমন সিদ্ধান্ত নিতে পারিনা যাতে দু কোটি মানুষকে সমস্যায় পড়তে হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও আমরা জঙ্গি আন্দোলনে যাইনি। আমাদের পরিষেবা সর্বস্তরের মানুষ পেয়ে থাকেন। আমরা সরকার বিরোধী নই। সরকারের উন্নয়ন আমাদের ছাড়া অসম্ভব। সরকার আমাদের প্রাপ্য টাকা ৪-৫ বছর পর দিয়ে থাকে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে অসহযোগিতায় যাব, তবে কখনই সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনে আমরা যাবনা।"

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now