May 18, 2024
Business

Investment in Bengal : বাংলায় এবারে ইলেকট্রিক স্কুটার তৈরীর কারখানা, বিনিয়োগ করতে এগিয়ে এলো কলকাতার সংস্থা কসমিক বিড়লা গ্রুপ

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

গোটা দেশের মধ্যে ধীরে ধীরে নতুন বিনিয়োগের জন্য সেরা গন্তব্য হয়ে উঠছে বাংলা।

একদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা তথা বাংলায় বিনিয়োগ করতে এবং নিজেদের দপ্তর খুলতে ছুটে আসছে বিশ্বের প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। 

অন্যদিকে বাংলার শিল্প বান্ধব ভাব মূর্তিকে সামনে রেখে এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসছে বেসরকারি সংস্থাগুলি।

Mahindra Logistics Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ মাহিন্দ্রা লজিস্টিকসের, মালদহে নতুন লজিস্টিকস সেন্টার তৈরি করছে মাহিন্দ্রা লজিস্টিকস, কর্মসংস্থান হবে ৭৫০ জনের #mahindra #mahindralogistics-sqft-fulfilment-centre-in-West-Bengal,-to-generate-750-jobs

তবে খুব একটা পিছিয়ে নেই বাংলার সংস্থাগুলিও। কলকাতার সংস্থা কসমিক বিড়লা গ্রুপ এবারে বাংলাতেই তৈরি করছেন নিজেদের ইলেকট্রিক ভেহিক্যাল তৈরীর কারখানা।

তার জন্য এই সংস্থা বেছে নিয়েছে হাওড়ার ডোমজুড়কে।

Bajaj Pulsar 400CC : ভারতের বাজারে নতুন দুটি 400cc Pulsar বাইক আনল বাজাজ #technology #bajaj #bajajpulsar

জানা গিয়েছে প্রাথমিকভাবে ডোমজুড়ের এই কারখানা থেকে বছরে প্রায় 15000 টু হুইলার স্কুটার তৈরি করা সম্ভব হবে।

আগামী তিন চার মাসের মধ্যেই কারখানা তৈরীর কাজ সম্পূর্ণ করে ইলেকট্রিক স্কুটার তৈরি শুরুর লক্ষ্যমাত্রা ধার্য করেছে কলকাতার এই সংস্থা।

তার জন্যে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত এর কথা জানিয়েছেন কসমিক বিড়লা গ্রুপের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর আদিত্য বিক্রম বিড়লা। 

LTIMindtree New Office Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, কলকাতায় নিজেদের তৃতীয় দফতর খুলল তথ্যপ্রযুক্তি সংস্থা এলটিআই মাইন্ডট্রি, হবে নতুন কর্মসংস্থান #ltimindtree #ltiloyees-capacity

Construction of the plant has started which is expected to complete in the next 3-4 months.

তবে শুধুমাত্র টু হুইলার বা ইলেকট্রিক স্কুটার ও মোটরসাইকেল তৈরি নয় কলকাতার কসমিক বিড়লা গ্রুপ ডোমজুড়ের কারখানা থেকে আগামী ২০২৬-২৭ অর্থ বর্ষের মধ্যেই থ্রি হুইলার ইলেকট্রিক ভেহিকেল তৈরির লক্ষ্য মাত্রা নিয়েছে।

তারপরেই তারা হাত দেবেন ইলেকট্রিক গাড়ি তৈরির কাজে।

EV Charging major Terra Charge in Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, নিউটাউনে EV চার্জিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার খুললো বিশ্ব বিখ্যাত জাপানি সংস্থা টেরা চার্জ, সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ #electriccars #ev #evcharging #terramotors-in-Kolkata-Newtown

মাস ছয়েক আগে কলকাতার কসমিক বিরলা গ্রুপ অধিগ্রহণ করেছিল মহারাষ্ট্রের Raft Motors কে। 

Raft Motors অবশ্য ইলেকট্রিক ভেহিকেল তৈরির কাজ শুরু করেছিল ২০১৭ সাল থেকেই। তাই ডোমজুড়ে নতুন কারখানা তৈরির কাজ শুরু করলেও এই সংস্থার কাছে ইলেকট্রিক গাড়ি তৈরির অভিজ্ঞতা এবং দক্ষতা উভয়েই রয়েছে পর্যাপ্ত পরিমাণে।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now