May 18, 2024
Business

Mahindra Logistics Investment in Bengal : বাংলায় বিপুল বিনিয়োগ মাহিন্দ্রা লজিস্টিকসের, মালদহে নতুন লজিস্টিকস সেন্টার তৈরি করছে মাহিন্দ্রা লজিস্টিকস, কর্মসংস্থান হবে ৭৫০ জনের

post-img

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

বাংলায় ফের বিপুল বিনিয়োগ। বেশজুড়ে যখন লোকসভা ভোটের উত্তাপে মেতে উঠেছে বিভিন্ন রাজ্যের সরকার গুলি সেই সময় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্রমাগত চেষ্টা করে চলেছে নতুন কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য। 

তার ফলশ্রুতি হিসেবে এবারের বাংলায় বিপুল বিনিয়োগ করতে এগিয়ে এলো মাহিন্দ্রা লজিস্টিকস Mahindra Logistics । 

জানা গিয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে নিজেদের নতুন ফুল ফিলমেন্ট সেন্টার তৈরির জন্য নতুন বিনিয়োগের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সম্ভাবনা যা গিয়েছে ভারতের প্রথম সারির এই সংস্থা।

Infosys Campus Kolkata Newtown : নিউটাউনে প্রায় সম্পূর্ণ ইনফোসিসের নতুন ক্যাম্পাস, বাংলায় হবে ৪০০০ তথ্য প্রযুক্তি কর্মীর নতুন কর্মসংস্থান #rajarhat #kolkata #kolkatabuzz

উত্তরবঙ্গের মালদহে প্রায় এক লক্ষ 10 হাজার স্কয়ার ফিট জায়গার উপরে মাহিন্দ্রা লজিস্টিকস Mahindra Logistics গড়ে তুলছে উত্তর বঙ্গের সবচেয়ে বড় ফুলফিলমেন্ট সেন্টার। 


মূলত এই সেন্টার থেকে উত্তরবঙ্গের প্রায় 15000 বাড়িতে সরাসরি নিজেদের সার্ভিস পৌঁছে দিতে পারবে মাহিন্দ্রা লজিস্টিকস Mahindra Logistics। 

Kolkata Rajarhat Newtown : ডেস্টিনেশন নিউটাউন, প্রথম সারির সমস্ত কর্পোরেট সংস্থা, সরকারি বেসরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ব সংস্থার হেডকোয়ার্টার তৈরি হচ্ছে নিউটাউনে #newtowned-&-Private-Banks-and-PSUs

Mahindra Logistics (MLL), a leading provider of integrated logistics solutions in India, will commence operations of a 1.1 lakh sq. ft. fulfilment centre in Malda, West Bengal, dedicated to handling fulfilment and last-mile deliveries. Additionally, Mahindra Logistics is also adding 14 last-mile delivery stations, touching approximately 15,000 households daily.


করোনা পরবর্তী সময়ে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও যেভাবে অনলাইনে কেনাকাটা এবং হোম ডেলিভারির সংখ্যা বেড়ে গিয়েছে, তাতে স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় হয়ে পড়েছে লজিস্টিকাল ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো উন্নয়নের।

London based Kantar Group in Kolkata : কলকাতায় নিজেদের নতুন দপ্তর খুলল ব্রিটেনের মার্কেটিং ডাটা ও অ্যানালিটিকস বিজনেস সংস্থা কান্তার গ্রুপ #jobalert Kantar #kantar

উত্তরবঙ্গের মালদহে নিজেদের যে লজিস্টিকাল ফুলফিলমেন্ট সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে মাহিন্দ্রা লজিস্টিকস Mahindra Logistics, সেখান থেকে উত্তরবঙ্গের সবকটি জেলা বিহারের পূর্বাঞ্চল এবং গোটা উত্তর-পূর্ব ভারতে পরিষেবা প্রদান করতে পারবে এই সংস্থা।


বিপুল অংকের বিনিয়োগের পাশাপাশি স্থানীয়ভাবে অন্তত ৭৫০ জনের কর্মসংস্থান হবে বলেও জানা গিয়েছে মাহিন্দ্রা লজিস্টিকস সূত্রে।

US Firm Tredence in Kolkata : ডেস্টিনেশন বেঙ্গল, কলকাতায় নিজেদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর খুললো মার্কিন ডাটা সায়েন্স সংস্থা ট্রেডেন্স #tredence #usa #usajobs #usnewsf-India-in-KOLKATA

“Our new facility in Malda is strategically positioned in proximity to the demand centres servicing the customers through end-to-end fulfilment and last mile delivery solutions," says Rampraveen Swaminathan, Managing Director and CEO of Mahindra Logistics. "It aligns with our vision of providing integrated supply chain solutions to our customers pan India as well as expands our operations in tier-II and tier-III cities. Adding to our facilities in Eastern India, this fulfilment centre symbolises our commitment to facilitate swift and dependable deliveries nationwide. This facility is also in line with the government’s commitment to transform the eastern region and its people into powerful drivers of India’s economic growth."

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now