May 05, 2024
Political

Rajnath Singh Magainst Mamata : "বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সন্দেশখালির মতো ঘটনা ঘটে।" মুর্শিদাবাদে সমাবেশে যোগ দিয়ে বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিং-এর

post-img

"বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও সন্দেশখালির মতো ঘটনা ঘটে।" মুর্শিদাবাদে সমাবেশে যোগ দিয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন রাজনাথ সিং। সেখান থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।


রবিবার মুর্শিদাবাদে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন বিজেপির সিনিয়র নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া নিশানা করেন। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে নৈরাজ্যের পরিবেশ বিরাজ করছে। পশ্চিমবঙ্গ তার অপরাধের জন্য দেশে পরিচিত এবং সাম্প্রদায়িকতার জন্য আলোচিত হচ্ছে।"

বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন রাজনাথ। তিনি প্রশ্ন তোলেন, চৈতন্যদেব, সুভাষচন্দ্রের বাংলায় মমতার জমানায় কী হল!" বিজেপি হেভিওয়েট নেতার মতে, "পুরো বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ চলছে। এখন সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার। নামেই উনি মমতা, বাংলার মানুষের দু:খ দেখেন না। বাংলার এখন আইন শৃঙ্খলা বলে কিছু নেই।"

সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় নিশানা করেন রাজনাথ সিং। একইসঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালির মতো ঘটনা ঘটবে না বলে বার্তা দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, "পশ্চিমবঙ্গে এবার বিজেপির পতাকা উড়তে দিন। আশ্বস্ত করছি, এমন কেউ জন্মায়নি যে সন্দেশখালির মতো ঘটনা আর ঘটাতে পারবে।"

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। এদিন রাজনাথের বক্তব্যেও সেই প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, 'এখানে ইডি-সিবিআই তদন্তের জন্য এলে তাঁদের উপর আক্রমণ হয়। আইনশৃঙ্খলা বলে এখানে কোনও কিছুই অবশিষ্ট নেই।'

রাজনাথ সিং বলেন, 'একবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা টানুন... তারপর দেখব কে মায়ের দুধ পান করেছে এবং সন্দেশখালির মতো ঘটনার পুনরাবৃত্তি করতে সাহস পায়।' তিনি বলেন, "পশ্চিমবঙ্গে যেখানেই শুনি সেখানে কেলেঙ্কারি হয়। মমতা দিদি, আপনার নামেই মমতা আছে। স্নেহই তো মায়ের স্বভাব, তাহলে মানুষের কষ্ট কেন দেখতে পান না? আপনার হৃদয়ে আর মমতা নেই। এখন আপনি শুধু নামেই মমতা। স্বভাব আর ব্যবহারে মমতা হারিয়ে গেছে।'

তিনি বলেন, "আপনি তৃণমূল কংগ্রেস না কংগ্রেস তা স্পষ্ট নয়। রাজ্যে গুন্ডা-দুষ্কৃতীদের সাহস বেড়েছে এবং এখানকার ভালো মানুষরা ভয় পাচ্ছে। এই মানুষগুলো ভয় পায়। আপনারা সকলেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গ মহান পণ্ডিতদের দেশ। আজ এখানে কি ঘটছে তাকান।"

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৯১ শতাংশ। এবার দ্বিতীয় দফাতেও উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট রয়েছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর মতো হেভিওয়েট বক্তাদের দিয়ে শুরু হচ্ছে হাই ভোল্টেজ প্রচার সভা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে পাহাড়ে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now