May 19, 2024
Business

12000 Crores Investment in Bengal : "বাংলায় ১২০০০ কোটি টাকার বিনিয়োগ, সঙ্গে ১ লক্ষ ৬০ হাজার চাকরি হবে " ঘোষণা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

হাওড়ার উলুবেড়িয়াতে ২ হাজার কোটি টাকার বিনিয়োগে লজিস্টিক হাব তৈরি করছে অ্যামাজন। আগামীদিনে আরও একাধিক শিল্প সংস্থা এই জেলায় শিল্পস্থাপন করতে চলেছে। যার ফলে আগামী দিনে হাওড়ায় আরও দেড় লক্ষের বেশি ছেলেমেয়ের চাকরি হবে।
বুধবার সাঁতরাগাছিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে হাওড়ায় সাড়ে ৫ হাজার শিল্পে সাড়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চাকরি হয়েছে ৬৭ হাজার মানুষের। আগামী দিনে আরও ২০ হাজার ৩০০-র বেশি শিল্পে ১১ হাজার ৮৩৩ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।


এদিন হাওড়ায় সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, '৪৮ ঘন্টা ধরনা মঞ্চে থাকার ফলে আমার কাশিটা বেড়েছে। এখন আমি যখন আপনাদের সামনে বক্তব্য রাখছি তখন আমার টেম্পারেচার ১০১। তাও আমি যখন কথা দিয়েছি তখন এই প্রোগ্রাম আমি ক্যানসেল করি নি। কাল আবার বাজেট আছে'। সঙ্গে হুঁশিয়ারি, 'এইসব রোগ টোগ, ব্যাথা টাথা আমাকে কখনো কাবু করতে পারে নি। আর পারবেও না।‌আমি বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে বেঁচে আছি। লোভ দেখিয়ে আমাকে কাবু করা যায় না। আমি লাঠি গুলির বিরুদ্ধে লড়াই করে এসেছি। আমি যেদিন মারা যাবো সেদিন আমার নামের পাশে আন্দোলন মানবিকতা লড়াই এর কথা লেখা থাকবে'।

মুখ্যমন্ত্রীর কথায়, 'হাওড়ায় এখন শিল্পে জোয়ার এসেছে। আগামী দিনে ১ লক্ষ ৬০ হাজার ছেলেমেয়ের চাকরি হবে এই জেলাতেই।'

ইতিমধ্যে হাওড়ায় তৈরি হয়েছে ১৭টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। রয়েছে ৩৫ টি ক্লাস্টার। সেখানে প্রায় তিন লক্ষ মানুষ কাজ করে। বেকার ছেলেমেয়েদের কর্ম সংস্থানের লক্ষ্যে সরকার এবার যোগ্যশ্রী প্রকল্প চালু করতে চলেছে।

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি একটা যোগ্যশ্রী প্রকল্পের পরিকল্পনা করেছি। যারা আইএ‌এস, আইপিএস, ডব্লুউবিসিএস হতে চায় তাদের জন্য এই প্রকল্প। আমি মুখ্যসচিবকে বলব ৫১ টি সেন্টার রয়েছে, আরও ৫০ টি সেন্টার তৈরি করতে। এবার থেকে জেনারেল বিভাগের ছেলেমেয়েরাও বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন।'

এদিনের অনুষ্ঠান থেকে বিভিন্ন প্রকল্পে প্রায় ৭০০ কোটি টাকার পরিষেবা তুলে দেওয়া হয়। এর ফলে উপকৃত হবেন জেলার প্রায় দেড় লক্ষ মানুষ।

Related Post

About Us

24 Hour Online Bengali & English News Portal Registered under Government of India. Head Office in Kokata.

Need Help? Connect Now